সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ববাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুজন স্থানীয় মটবী গ্রামের জগদীস চন্দ্র দাসের ছেলে, তিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেলযোগে সুজন ও তার দুই বন্ধু সদর উপজেলার মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। পরে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। মোটরসাইকেল আরোহী অপর দুজন আহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউছার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।
দিগন্তের আলো ডেস্ক