দিগন্তের আলো ডেস্ক ঃ-
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। তারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তারা দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের নেতৃত্বে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। ১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। এরপর দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালনা হবে। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সোমবার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের গোডাউন রোড এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের দিকে উঠতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
এ্যানি আরও বলেন, খেলা শুরু হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা আজ গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমে পড়েছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনে বাধা দিলেই যুদ্ধ হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটন, আবদুল আলিম হুমায়ুন, সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসবেক দল নেতা মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম ও আবদুল্লাহ আল মামুনসহ কয়েক হাজার নেতাকর্মী।