শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে তাহের পুত্র টিপু : এ্যানি

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা যেন কোনভাবেই আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা, গুম ও হামলার বিচার করা হবে।

কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।

তিনি বলেন, শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে দিয়েছে এক সময়ের গডফাদার মেয়র আবু তাহেরের ছেলে টিপু। তাহেরের পুত্রদের সন্ত্রাসী হামলার কারণে ৪ আগস্ট ১২ জনকে খুন হতে হয়েছে।

অবিলম্বে দেশব্যাপী এসব সন্ত্রাসীদের মদদদাতা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচাররে আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির ব্যানারে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ্যানি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। এতে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে পুরাতন গো-হাটা এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *