শর্ত পূরণ হলে নিবন্ধন পেতে পারে জামায়াত : নির্বাচন কমিশনার

আইন আদালত বাংলাদেশ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব শর্ত পূরণ করলে ভিন্ন নামে নিবন্ধন পেতে পারে।

তিনি বলেন, ‘কেউ নিবন্ধন চাইলে তাদের নতুন দল হিসেবে আসতে হবে। সব শর্ত পূরণ করলেই তারা নিবন্ধন পাবে। এবং যদি তারা ব্যর্থ হয় তবে তারা এটি পাবে না।’

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আলমগীর বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। কারণ এর সনদ সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি বলেন, ‘এখন যদি কোনো নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে এবং তাদের সনদ আমাদের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাদের মধ্যে কোনো যুদ্ধাপরাধী না থাকে এবং অন্য সব শর্ত পূরণ করে, তাহলে আপনি কাউকে জামায়াতের লোক হিসেবে চিহ্নিত করতে পারবেন না।

তবে তিনি বলেন, এখন জামায়াতে ইসলামী হিসেবে কোনো দলের নিবন্ধন পাওয়ার সুযোগ নেই। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর শেষ হবে।

হাইকোর্ট ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে এবং ২০১৮ সালে ইসি নিবন্ধন বাতিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *