শত্রুতার জেরে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

অপরাদ সদর

 

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে খালেদ মোহাম্মদ আলীর মৎস্য খামারে বিষ দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী খালেদ মোহাম্মদ আলী। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফখর উদ্দিনসহ তার ছেলে-ভাতিজা ঘটনাটি ঘটিয়েছেন।

খালেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ছাইদুল হকের ছেলে ও খালেদ অ্যাগ্রো ফিশারিজের স্বত্বাধিকারী। অভিযুক্ত ফখর উদ্দিন চাঁদখালী গ্রামের জবি উল্যার ছেলে।

খালেদ বলেন, ২০২৩ সালের ২৬ এপ্রিল রাতে আমার প্রকল্পের পুকুর থেকে মাছ চুরি করে। তখন তাকে জাল ও মাছসহ আটক করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করা করা হয়েছিল। ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এতে ক্ষিপ্ত হয়ে একাধিকবার ফখর উদ্দিন আমার ক্ষতির চেষ্টা করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফখর উদ্দিন তার ছেলে ও ভাতিজাসহ লোকজন নিয়ে আমার খামারে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করেন। পরদিন সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠে। এতে প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। খামারে প্রবেশের ঘটনাটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে প্রমাণ আছে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বত বলেন, ঘটনাটি আমি ফখর উদ্দিনকে জিজ্ঞেস করেছি। মাঝে মধ্যে বড়শি দিয়ে মাছ শিকার করতেন বলে জানিয়েছেন তিনি। তবে বিষ প্রয়োগের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে ফখর উদ্দিনের বক্তব্য জানা যায়নি। তবে তার ভাই মাঈন উদ্দিন দাবি করেন, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মূলত খালেদরাই পুকুর থেকে পানি সেচে মাছ শিকার করেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *