লিফলেট বিতরণকালে বিএনপির ২ নেতা গ্রেফতার

চন্দ্রগঞ্জ সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু ও আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে দুপুরে তাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আনোয়ার চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও আজাদ যুগ্ম-আহ্বায়ক।

বিএনপি সূত্র জানায়, সরকারের একতরফা প্রহসনের নির্বাচন বর্জনে সারাদেশে জনমত সৃষ্টির জন্য বিএনপি লিফলেট বিতরণ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘটনার সময় বিএনপির নেতাকর্মীরা চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে লিফলেট বিতরণ করে। এসময় পুলিশ অন্যায়ভাবে বিএনপি নেতা বাচ্চু ও আজাদকে গ্রেফতার করে নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, নির্বাচন বর্জনের জন্য বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। লিফলেট বিতরণের অভিযোগে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব বলেন, লিফলেট বিতরণে কোনো অপরাধ তা খুঁজে পাচ্ছি না। লিফলেট বিতরণ থেকে ধরে এনে বাচ্চু ও আজাদকে অন্য একটি মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। তাদের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *