দিগন্তের আলো ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাক্টর ট্রলির চাপায় ছিদ্দিক (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ছিদ্দিক নিজেও ট্রলি চালক ছিলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের বাসিন্দা।
ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দেবনগর এলাকার মানিকের ব্রিকফিল্ড থেকে ছিদ্দিক ট্রলি নিয়ে ইটের জন্য এসেছিল। সেখানে হঠাৎ অন্য একটি ট্রলির চাপায় পড়ে ব্রিকফিল্ডেই ছিদ্দিক মারা যায়। ছিদ্দিকের সঙ্গে ঘাতক ট্রলির মালিক ইলিয়াসের সঙ্গে দেনা-পাওনা ছিল বলে মৃত্যুটি রহস্যজনক ঘটনা দাবি করছেন স্থানীয়রা। তবে এ ব্যাপারে ইলিয়াসের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।