দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত ইএনটি কনসালটেন্ট ডা: ওমর ফারুক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহেৃ. রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভূগছিলেন। গত ২ এপ্রিল তাঁর হার্টের সার্জারী হয়। এরপর তাঁর আর জ্ঞান ফিরেনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডা: ওমর ফারুক এর মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, এক দিন আগেই মৃতের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যাও হু হু করে বেড়ে গিয়েছিল স্পেনে। এক ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়ে যায় ১৮ হাজার ৫৭৯। আর আক্রান্ত ১ লক্ষ ৭৭ হাজারেরও বেশি। বুধবার অবশ্য প্রশাসনকে খানিকটা স্বস্তি দিয়ে মৃতের সংখ্যা হ্রাস পেয়ে ৫২৩-এ ঠেকেছে। করোনার সংক্রমণে মোট মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি (২১ হাজার ৬৭)। তারপর একে একে ফ্রান্স (১৫ হাজার ৭২৯) এবং জার্মানি (৩ হাজার ২৫৪)। এরইমধ্যে করোনা প্রতিরোধ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে জার্মানি।