লক্ষ্মীপুর মান্দারীতে বিজিবির বাড়ীতে হামলা ভাংচুর,মালামাল লুট,কুপিয়ে গুরুতর আহত-৪

অপরাদ

সাহাদাত হোসেন (দিপু) :-
লক্ষ্মীপুরে বিজিবির সদস্য মোঃ হানিফের বাড়ী ঘরে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তরা ঘরবাড়ী ব্যাপক ভাংচুর, লুটপাট সহ এক ধরণের তান্ডবলীলা চালায়। বুধবার গভীর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের মন্তাজ মিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।

ঘটনার এক পর্যায়ে সন্ত্রাসীরা বিজিবির সদস্য হানিফের বৃদ্ধা বাবা মন্তাজ মিয়া(৭৭), শরিফুর রহমান প্রকাশ নুর হোসেন(২১) মা মনোয়ারা বেগম(৬০) স্ত্রী শাহনাজ আক্তারকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের মুমুর্ষবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম দিগন্তের আলোকে বলেন কামাল সহ এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ, কামাল এর আগেও এলাকায় একাদিক গটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন এলাকাবাসীর একটাই দাবী আইনের আওতায় এনে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ যেনো এমন অপরাদ করত সাহস না পায় ।

স্থানীয়রা জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে ধরে স্থানীয় বিএনপির ক্যাডার মাজেদ. তার ভাই ফয়সল ও সাগর সহ ৮/১০ জন এ ঘটনা ঘটায়। ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন সহ অভিযোগের আলোকে আইনগত ব্যাবস্থা নিবেন বলে জানায় থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন। তবে ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *