দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষীপুর জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ্রুপ (লক্ষীপুর জেলা) এ-ই গ্রুপে ৫০০০০ হাজার বিশাল সদস্যের মাইলফলক স্পর্শ করায়, শুধু মাত্র এ-ই গ্রুপের সদস্যদের জন্য ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন মানবতার ফেরিওয়ালা চৌদি প্রবাসী মুরাদ হোসেন ইমন। লক্ষীপুর জেলা গ্রুপে বর্তমানে সদস্যের সংখ্যা প্রায় ৫৫ হাজার।
লক্ষ্মীপুর জেলা গ্রুপের ৫০ হাজার (+) সদস্য উদযাপন উপলক্ষে বিশেষ কুইজের দ্বিতীয় পর্ব, আয়োজন এবং সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। কুইজে অংশগ্রহণ করতে গ্রুপের সদস্যেদের প্রতি অনুরোধ করেন মুরাদ হোসেন ইমন।
কুইজের প্রশ্ন?
১) লক্ষ্মীপুর জেলার কোন সংগঠন প্রতি বছর শীতার্তদের মাঝে উন্নত মানের লেপ বিতরণ করে থাকে ?
২) লক্ষ্মীপুর জেলা গ্রুপ এর জরিপে, লক্ষ্মীপুর জেলার কোন তিনটি সংগঠন রক্তদানে শীর্ষে ?
৩) লক্ষ্মীপুর জেলার কোন সংগঠন, করোনায় মৃতের দাফন কাজে নিয়োজিত সংগঠন গুলোকে সম্মাননা দিয়েছেন ?
🔆সঠিক উত্তর কমেন্টস করুন এবং পোস্ট শেয়ার করুন।
সঠিক উত্তর দেওয়ার শেষ সময় ২৬/০৩/২০২১ ইং রোজ শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত লাইভের মাধ্যমে লটারি পরিচালনা করা হবে।
এমন ব্যতিক্রমী আয়োজনের বিষয় জানতে চাইলে মানবতার সেবক প্রবাসী মুরাদ হোসেন ইমন বলেন, লক্ষীপুর জেলা গ্রুপের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । এই গ্রুপ লক্ষীপুর জেলার ৬ টি থানা ও ৫ টি উপজেলার মানুষকে একই ফ্রেমে গেঁথে রেখেছে, মনে হয় আমরা পুরো লক্ষীপুর জেলার মানুষ একটি পরিবার। গ্রুপের সকল সদস্য একএকজন যোদ্ধা, এই গ্রুপের সদস্যদের সম্মিলিত পচেষ্টায় প্রতিনিয়ত, অসহায় ব্যক্তিকে সহযোগিতা, মুমূর্ষু রোগীকে রক্তদান, শিক্ষিত বেকারের কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। কুইজের মাধ্যমে গ্রুপের সকল সদস্যকে আরও প্রাণবন্ত করা, এবং আমার প্রিয় জন্মভূমি লক্ষীপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরার সামান্য প্রয়াস মাত্র।