দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বৃহস্পতিবারের বর্ধিত সভায় জেলা ৯ টি ইউনিটের সম্মেলনের তারিখ চুড়ান্ত করা হয়েছে।
জেলা আওয়ামীলূগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন জানান লক্ষ্মীপুর আওয়ামী লীগের ৯ টি ইউনিটের সম্মলন ২৭ জানুয়ারী লক্ষ্মীপুর পৌরসভা, ২৮ জানুয়ারী রামগতি পৌরসভা, ২৯ জানুয়ারী রায়পুর পৌরসভা, ৩০ জানুয়ারী রামগঞ্জ পৌরসভা, ১ ফেব্রুয়ারী রামগতি উপজেলা, ২ ফেব্রুয়ারী রায়পুর উপজেলা,৩ ফেব্রুয়ারী কমলনগর উপজেলা, ৪ ফেব্রুয়ারী চন্দ্রগঞ্জ থানা,৫ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর সদর থানা।
এই ইউনিট গুলোর সম্মেলনের পরই জেলা আওয়ামী লীগের সম্মেলনের সময় নির্ধারন করা হবে।