দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পশ্চিম বাজারে আগুনে পুড়ে গেছে ১০টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট সদস্যরা ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হকসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে চন্দ্রগঞ্জ বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেও মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে যায় আদর্শ লাইব্রেরী, অভিরুচি সুইটস এন্ড কনফেকশনারী, শিউলী মেডিকেল হল নামীয় ফার্মেসী, হারুন স্টোর, আদর্শ টেলিকম এন্ড লাইব্রেরী, লোকনাথ সেলুন, আলতাফ হোসেনের ডিম দোকান ও আলাউদ্দিনের পত্রিকার এজেন্টসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ডা. আবদুল কাদের বাহার জানান, রাতে অভিরুচি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ওয়াসি আজাদ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, প্রায় সাড়ে ৩ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।