লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বিপণন কর্মকর্তার মৃত্যু

আইন আদালত সদর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিপণন কর্মকর্তা সিরাজুল ইসলাম সিরাজের (৪২) মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সটকির সাঁকো এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের নুরুল আমিন ড্রাইভারের ছেলে। তিনি সোলার গ্রুপ ও ব্লিং গ্রুপের বিপণন কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কমলনগর থেকে সিরাজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সিরাজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। মরদেহের ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এজন্য ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *