লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অপরাদ আইন আদালত লক্ষ্মীপুর

দিগন্ত ডেস্ক :-

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেব নাথকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত ওই আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি বাদল দেব নাথ আদালতেই উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত স্বামী বাদল দেব নাথ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বিনধ দেব নাথ ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেব নাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালায়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়।

পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় ২০১৬ সালের ১লা সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও ছয়জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে স্বামী বাদল দেব নাথ দোষী প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান করেন।

লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর (পিপি) জসিম উদ্দিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন সবার জন্য সমান। এ রায়ে সমাজ সচেতনতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *