দিগন্তের আলো ডেস্ক
করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে লকডাউন না মানায় লক্ষ্মীপুরের বাজারসহ অলিগলিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।
সোমবার দুপুরে পৌর বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিজা খাতুন বলেন, করোনা পরিস্থিতিতে জেলায় লকডাউন চলছে। অথচ প্রশাসনের নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা দোকানপাট খুলেছে। এছাড়াও বাজারে সামাজিক দূরত্ব না মানা, অযথায় ঘুরাঘুরি, মাস্ক না ব্যবহার করা, লাইসেন্স বিহীন মোটর সাইকেল ব্যবহারের দায়ে অনেককে আটক করে বিভিন্ন আইনে জরিমানা আদায় করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।