দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জহির খান নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা বাবু নামের আরেক আরোহী গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালাইশপুর গ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গর্তে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক লক্ষ্মীপুর পৌর শহরের রাজিবপুরের বাসিন্দা হেলাল খানের ছেলে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অপর আহতকে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে জহির ও বাবু স্থানীয় বশিকপুর থেকে রাজিবপুর নিজেদের এলাকায় যাচ্ছিলো। এসময় ঘটনাস্থলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে জহির খানের অবস্থার অবনতিতে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগেই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।