লক্ষ্মীপুরে মটরসাইকেল ও মোবাইল ফোন চোরচক্রের ৬ সদস্য আটক

লক্ষ্মীপুর

 

দিগন্তের আলো ডেস্ক :

লক্ষ্মীপুরে মটরসাইকেল ও মোবাইল চোর চক্রের ৬ সদস্য আটক করেছে পুলিশ। রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ ৪ জন ও বিভিন্ন ব্র্যান্ডের ১৩ টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়।

এসময় মটরসাইকেল চোর চক্রের কাছ থেকে একটি এ্যাপাসি মটরসাইকেল, ১০টি নাম্বার প্লেটসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, আনোয়ার হোসেন। আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের বাসিন্দা পারভেজ, মিঠু, ইসমাইল ও রাব্বি এবং চাঁদপুরের বাসিন্দা রাসেল ও জিল্লুর। তারা লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফরিদগঞ্জের বাসিন্দা।

পুলিশ সুপার ড. কামরুজ্জামান জানান, লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চোর চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *