দিগন্তের আলো ডেস্ক
করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে লক্ষীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনমজুর, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন লক্ষীপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা-পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন চৌধুরী মিলন, মান্দারী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মাহমুদ, পিয়াস, আরিফ, বাবু সহ আরো অনেকে।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি, যুবদল,ও ছাত্রদল এমন কার্যক্রম চালাচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা, থানা, ও ইউনিয়নের নেতৃবৃন্দ।