লক্ষ্মীপুরে বন্যার্ত দুই হাজার পরিবার পেল গরুর মাংস

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার বন্যার্ত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের জামিরতলি আস সুন্নাহ আলিম মাদরাসা প্রাঙ্গণে এর আনু্ষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় দুই হাজার পরিবারে মাঝে ৩৫টি গরুর মাংস বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে দুই কেজি করে মাংস দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

লক্ষ্মীপুরে বন্যার্ত দুই হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ

জামায়াত নেতা রেজাউল করিম বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে শুরু থেকেই দলের প্রত্যেকটি নেতাকর্মী বন্যার্ত মানুষের পাশে রয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা গত দেড় থেকে দুইমাস গরুর মাংস খেতে পারেননি, তাদের জন্যই আমাদের এ উদ্যোগ ছিল।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্যা পাটওয়ারী ও চন্দ্রগঞ্জ থানা জামায়তের সেক্রেটারী রেজাউল করিম সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *