দিগন্তের আলো ডেস্ক :-
হটলাইন নাম্বারে ফোন কল পেয়েই রোগীদের কাছে পৌঁছে গেল মেডিকেল টিমের ডাক্তাররা। এতে রোগী ঘরে বসে চিকিৎসা সেবা পেয়ে এই কার্যক্রমকে স্বাগত জানায়। মেডিকেল টিমের হটলাইন নাম্বার দুইটি হচ্ছে ০১৮৮৯৭৫৩০৩৯, ০১৬৩১৬২০৮০৫।
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়নে ওই মেডিকেল টিম সদর উপজেলার রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছে।
জানা যায়, গত শনিবার থেকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত ২৯ জন রোগীকে চিকিৎসা সেবা এবং ফ্রি ওষধ দেয় এই মেডিকেল টিম। এর মধ্যে শনিবার ৭, রবিবার ১৪ ও আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত ৮ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফফার বলেন, অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় দুইটি মেডিকেল টিম লক্ষ্মীপুর সদর উপজেলা কাজ করছে। হটলাইন নাম্বার দুইটিতে ফোন কল পেলেই ডাক্তাররা ছুটে যাচ্ছে রোগীদের কাছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।