দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা এর উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের সকল অফিসে (২য় পর্যায়ে) ভিটামিন-ডি, ভিটামিন-সি, জিংক ট্যাবলেট ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও পুলিশ লাইন্স হাসপাতালের জন্য শরীরের তাপমাত্রা মাপক যন্ত্র প্রদান করা হয়েছে।
আজ ৫ মে দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের গিয়াস উদ্দিন মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।