দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুরে পুলিশ সদস্য, এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ১শ’ ৪৯ জনের করোনা শনাক্ত হলো। জেলার সিভিল সার্জন ডা. আবদুল গাফফার শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৯ জন, রামগতি উপজেলায় দুই জন, কমলনগর উপজেলায় একজন ও রায়পুর উপজেলায় একজন আছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে এক পুলিশ, রামগতিতে একজন ইউপি চেয়ারম্যান ও চার বছর বয়সী এক শিশু ও রামগঞ্জে এক নারী ও এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে যাদের উপসর্গ নেই তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। আর যাদের উপসর্গ আছে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।