লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে আরিবা জান্নাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অজু করতে গিয়ে পুকুরে জান্নাতের মরদেহ ভাসতে দেখেন তার মা বিউটি আক্তার।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত জান্নাত সমসেরাবাদ এলাকার মাতাব্বর বাড়ির আবুল কাশেমের ছোট মেয়ে।

জান্নাতের চাচা আরিফ হোসেন বলেন, আছরের নামাজের জন্য জান্নাতের মা বিউটি ও চাচী স্বর্ণা আক্তার পুকুরে অজু করতে যায়। এ সময় পুকুরের তার মরদেহ ভাসতে দেখেন। ধারণা করা হচ্ছে জান্নাত সকলের অগোচরে পুকুরে পড়ে মারা গেছে। এশার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াকে কল করলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *