দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে একই সঙ্গে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৭) ও সাইমুন আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইয়াসমিন মধ্য চরফলকন গ্রামের আবুল কালামের মেয়ে ও সাইমুন একই এলাকার আবুল কালামের মেয়ে।
জানা গেছে, ইয়াসমিন ও সাইমুনের বাড়ি পাশাপাশি। সমবয়সী হওয়ায় প্রতিদিনই তারা একসঙ্গে খেলাধুলা করতো। ঘটনার সময় খেলতে গিয়ে অসবাবধানতাবসত তারা পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, করোনভাইরাসের কারণে সবদিকে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে শিশু দুটির মৃত্যুতে এলাকা নিস্তব্দ হয়ে পড়েছে। তাদের বাড়িতে কান্নার রোল চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে একই সঙ্গে পুকুরের পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৭) ও সাইমুন আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার চরফলকন ইউনিয়নের মধ্য চরফলকন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইয়াসমিন মধ্য চরফলকন গ্রামের আবুল কালামের মেয়ে ও সাইমুন একই এলাকার আবুল কালামের মেয়ে।
জানা গেছে, ইয়াসমিন ও সাইমুনের বাড়ি পাশাপাশি। সমবয়সী হওয়ায় প্রতিদিনই তারা একসঙ্গে খেলাধুলা করতো। ঘটনার সময় খেলতে গিয়ে অসবাবধানতাবসত তারা পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, করোনভাইরাসের কারণে সবদিকে আতঙ্ক বিরাজ করছে। এরমধ্যে শিশু দুটির মৃত্যুতে এলাকা নিস্তব্দ হয়ে পড়েছে। তাদের বাড়িতে কান্নার রোল চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।