লক্ষ্মীপুরে নির্ধাতির দূরত্বে গোলচিহ্ন এঁকে দিচ্ছে সেনাবাহিনী

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক :-
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন হাট বাজারের ওষুধ ও নিত্যপূন্যের দোকানে লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্ধাতির দূরত্বে গোলচিহ্ন এঁকে দিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন ।এছাড়াও সম্প্রতি বিদেশ ফেরত লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করছেন যৌথভাবে ।শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তোরাবগঞ্জ লরেন্স হাজিরহাট করইতলা ফজুমিয়ারহাট করুনানগরসহ বিভিন্ন হাটবাজারের ওষুধ ও মুদির দোকানের সামনে অন্তত তিন ফুট দূরে দূরে গোলচিহ্ন এঁকে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত খান, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, গোলচিহ্ন মেনে কেনাকাটা করতে স্থানীয়দের আমরা উদ্বুদ্ধ করছি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করছি। আশা করি এর মাধ্যমে লোকজন সচেতন হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *