লক্ষ্মীপুরে নিবন্ধনহীন যানবাহনে অভিযানে ১৫ মামলা : ২ লক্ষ টাকা জরিমানা

আইন আদালত সদর

দিগন্ত ডেস্ক :-
লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুরে প্রতিটি মোড়ে মোড়ে কাজ করছে জেলা পুলিশ। একই সাথে নিবন্ধনহীন যানবাহন ধরতে অভিযান পরিচালনা করে তারা।

পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান এর নির্দেশে শনিবার সকাল থেকে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় ট্রাফিক বিভাগ, সদর থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সড়ক আইনের বিভিন্ন ধারায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়াও ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট মামুন রশিদ বলেন, লকডাউন বাস্তবায়নে এবং নিবন্ধনহীন যানবাহন ধরতে আমাদের এ অভিযান। ইতিমধ্যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ২ লক্ষ টাকার মামলা করা হয়েছে এবং ৫টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *