লক্ষ্মীপুরে নানা আয়োজনে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯মবর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে (১২ ফেব্রুয়ারী) জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব চত্তর থেকে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে একটি র‌্যালি বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক।

এসময় প্রধান অতিথি দৈনিক আমার সংবাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সি প্রশংসা করে বলেন, গণমাধ্যম ছাড়া একটি সভ্য সমাজ কখনও কল্পনা করা যায় না। কারণ, কোথায় কী হচ্ছে তা গণমাধ্যমে ফলে আমাদের নজরে আসে। ওসি ফজলুল হক আরো বলেন, চন্দ্রগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি সবকিছুকেই একটি নিয়মের মধ্যে আনতে চাই। আর এই কাজে আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর।

এসময় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা জাতীয়পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবউদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুন নূর, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সুশাসনের জন্য নাগরিক-সুজন চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল, ফখরুল আলম পারভেজ ও সাইফুল ইসলাম বাচ্চু প্রমূখ।

এসময় আমার সংবাদের বিপুল সংখ্যক পাঠক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে স্বঃতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *