সাহাদাত হোসেন দিপু :-
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) বিকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪০ বছর।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।