দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে নতুন করে আরো ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলার কমলনগর উপজেলায় ১১ জন ও রায়পুর উপজেলায় ৪ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫শ’ ৬৪ জন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ৮৭ জনের করোনা টেষ্ট করে ১৫ জনের শরীরে করোনা পজেটিভ আসে। বাকী ৭২ জনের রেজাল্ট নেগেটিভ। এনিয়ে জেলায় ৫শ’ ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।