লক্ষ্মীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

আইন আদালত রায়পুর

দিগন্তের আলো ডেস্ক :
লক্ষ্মীপুরে দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানহানীকর ব্যাঙ্গচিত্র নির্মাণ করে তা ফেসবুকে প্রচারকারী যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
এজাহার সূত্রে জানাযায়, রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ জনৈক শাহীন ভূঁইয়ার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ডিজিট্যাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করলে ওসি আব্দুল জলিল বিষয়টি তদন্ত করে মামলা রুজ্জু ও অভিযুক্তকে আটক করে।

আটককৃত যুবকের নাম আমিরুল ইসলাম জনি (২৪), সে ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ নূর মিয়া হাফেজ সাহেবের বাড়ির শাহজাহানের ছেলে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, আটককৃত যুবক দুইশত টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মানহানীকর ব্যাঙ্গচিত্রের টিকটক ভিডিও নির্মাণ করে তা ফেসবুকে প্রচার করে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১(২) ধারায় জাতির পিতার প্রতি অসম্মান প্রদর্শনের অপরাধ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পক্রিয়া চলছে।করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তিনি হামলার শিকার হয়েছেন- এ বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।

রাত ১১টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। হারুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *