দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতিকালে লুণ্ঠিত দুই লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিকশা, ডাকাতির সরঞ্জমাদি জব্দ করা হয়।
গত (১৩ মার্চ) সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামে ডাকাতির ঘটনার অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. তারেক ওরফে আজিজ, মো. সবুজ এবং রায়পুরের কেরোয়া গ্রামের মো. মুরাদ হোসেন।
তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।