লক্ষ্মীপুরে ট্রাক চাপায় নিহত ছোট বন’ মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বড় বোন

রামগতি

 

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা আরোহী নাছিমা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয় নিহতের বড় বোন পুষ্পসহ আরও ২ জন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে আহত পুষ্পর অবস্থা আশঙ্কাজক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করেন। অপর আহত অটোরিকশা চালকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা যায়।

নিহত নিছিমা আক্তার ও আহত পুষ্পা সম্পর্কে আপন বোন। তারা রামগতি উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, সকালে দুই-বোন বাবার বাড়ি থেকে চাউল কিনার জন্য রামগতি উপজেলার জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হয় দুই-বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে হাসপাতালে আনা হয়। আমরা একজনকে মৃত পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *