লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

সদর

দিগন্ত ডেস্ক ঃ
লক্ষ্মীপুরে ঝুলন্ত অবস্থায় আল-আমিন নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বাঞ্চানগর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আল-আমিন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুই মাস পূর্বে লক্ষ্মীপুরে কৃষি ব্যাংকে সহকারী-ম্যানেজার হিসেবে যোগদান করেন আল-আমিন। এরপর পৌর এলাকার বাঞ্চানগরে একটি বাসায় একই ব্যাংকের ইব্রাহীম নামে একজনকে নিয়ে ভাড়া থাকছিলেন তিনি।

ইব্রাহীম বলেন, দুপুরে ব্যাংক থেকে বাসায় আসেন আল-আমিন। এরপর আর ব্যাংকে ফিরে যায়নি সে। রাতে বাসায় ফিরে আল-আমিনকে ডাকতে থাকেন ইব্রাহীম। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক সাইফুলকে জানান। পরে তার সহযোগিতায় রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *