দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে নিজ-ঘর থেকে রিতু আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রাম থেকে নিহত রিতুর লাশ উদ্ধার করা হয়।
মৃত রিতু ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী এবং জেলে গ্রামের রাজমিস্ত্রি রমজানের ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয়া জানান, রিতু শারীরিক প্রতিবন্ধী। সকালে তার মা নামাজ পড়তে নির্দেশনা দিয়ে প্রতিদিনের মতো হাটতে বের হন। কিছুক্ষণ পর ঘরে এসে দেখেন রিতু গলার ওড়না পেচিয়ে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল রানা বলেন, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা করেছেন তার মা।