লক্ষ্মীপুরে কর্মরত দুই পুলিশ কর্মকর্তার পদোন্নতি

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক :

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রিয়াজুল কবির পুলিশ সুপার পদে এবং সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে।

রোববার (২ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি প্রদান করা হয়।

এ প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মোট ১৭৫ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে সাতজনকে পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

৬৩ জনকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে ও ১০৫ জনকে সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *