দিগন্তের আলো ডেস্ক ঃ-
করোনাভাইরাস আক্রান্ত এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ দ্বীপ জেলা ভোলায় প্রবেশ করছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোর রাতে লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে প্রায় সাড়ে ৪০০ যাত্রী নিয়ে তিনটি ট্রলার ইলিশা ঘাটে আসে।
এ সময় ট্রলার তিনটির মালিক ও চালকসহ চারজনকে পুলিশ আটক করে। পরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান সংক্রামণ রোগ নিয়ন্ত্রণ আইনে ট্রলার মালিক ও চালকদের ৩৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জব্দ ট্রলারগুলো পুলিশ ও ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারের জিম্মায় রাখা হয়। আটক ট্রলারগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেনের নির্দেশে তার ভাগ্নে মো. জাবেদ অবৈধভাবে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে যাত্রী পারাপার করছে। জব্ধ ট্রলার তিনটিরও মালিকও জাবেদ।