দিগন্তের আলো ডেস্ক ঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে মো.আবদুল্লাহ,শাকচরের সাইফ উল্যাহর ছেলে তানজিদুল ইসলাম ও হামছাদীর আমান আহমদের মেয়ে জান্নাতুল মুনতাহা রয়েছে। নিহত তিন শিশুর বয়স ১৪ মাস থেকে ১৮ মাসের মধ্যে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক।
পুলিশ, চিকিৎসক ও নিহত শিশুর স্বজনরা জানান, বিকেলে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় এ দুই শিশু।
তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: জয়নাল আবেদিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তিন শিশুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।