শাহাদাত হোসেন দিপু :-
করোনা ভাইরাসকে পুঁজি করে লক্ষ্মীপুরের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না থাকার দায়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর চাল বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২-৩ হাজার টাকা হারে ৮টি দোকানির এ জরিমানা করেন তিনি। এবং সংশ্লিষ্ট সকলকে বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়, এই সময় তিনি হুশিয়ারী উচ্চারণ কওে বলেন কোন প্রতিষ্ঠান নির্দেশনা অমাণ্য করলে প্রয়োজনে ঐ প্রতিষ্টানকে সিলগালা করে দেওয়া হবে ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার মনির হোসেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেয়াজ ও আলুসহ বিভিন্ন ভোগ্য পন্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা না টাঙানোয় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোগ্যপন্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।