লক্ষ্মীপুরের বশিকপুর ৪দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

অপরাদ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে মৃত্যুর ৪দিন পর গৃহবধূ সুমাইয়া আক্তারের (২০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। এরআগে গত শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাতে স্বামীর বাড়িতে মৃত্যু হলে পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সুমাইয়াকে পিটিয়ে শ্বশুর আমির হোসেন হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের মা কহিনূর বেগম খুকি ও স্বজনরা। ঘটনার পরপরই পুলিশ আমির হোসেনকে আটক করেছে।
সুমাইয়া সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজি এলাকার কিত্তিয়ার বাড়ির আবুল হোসেনের মেয়ে ও বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের তুহিনের স্ত্রী ছিলেন।
নিহতের মা কহিনূর বেগম খুকি জানান, প্রায় তিনবছর আগে সুমাইয়ার সাথে তুহিনের বিয়ে হয়। তুহিন ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুর আমির হোসেন সুমাইয়াকে বকাঝকা দিতেন। ঘটনার দিন সুমাইয়ার শ্বশুর তাকে পিটিয়ে হত্যা করে পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে তাদেরকে মুঠোফোনে জানায়। পরদিন তড়িঘড়ি করে কবর দিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুর রহমান জানান, এঘটনায় একজনকে আসামি করে মামলা দায়ের করা হলে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *