দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে শনিবার (১২ নভেম্বর) আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আমিনের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান সহ-সভাপতি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ, সৌরভ হোসেন রুবেল পাটোয়ারী সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা আওয়ামীলীগ, মাহবুবুর রহমান রাজু সভাপতি ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ, জাকির হোসেন নাসির পাটোয়ারী সাবেক সহ-সভাপতি ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ, হুমায়ূন কবির খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ লিয়াকত আলী মাষ্টার সাবেক সহসভাপতি ১৪ নং মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগসহ প্রমুখ।
এইসময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন শেখ হাছিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাই আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে জনগণকে উদাত্ত আহ্বান করেন
অনুষ্ঠানের আয়োজক ও ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মহব্বত আলী আমিন দিগন্তের আলোকে বলেন আলহামদুলিল্লাহ সফলভাবে অনুষ্ঠানটি সম্পর্ণ করলাম, যাদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠ ভাবে অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এই ছাড়াও তিনি আরও বলেন যতদিন বেঁছে থাকবো আমার নিজ এলাকা মান্দারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকল মানুষের বিপদেআপদে নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাবো। আমার এলাকার সাধারণ মানুষ ভালো থাকলে এবং তাদের কল্যানে কিছু করতে পারলে তবেই আমার জীবন স্বার্থক বলে আমি মনে করি।