সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নের উত্তর দূর্গাপুর গ্রামে সুপারি চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্র মোঃ তারেক হোসেন (১০) উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অসহায় ও হতদরিদ্র হওয়ায় টাকার অভাবে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে পারছে না তার পরিবার।
গতকাল শুক্রবার ২৭ আগষ্ট দিঘলী ইউনিয়নের উত্তর দূর্গাপুর গ্রামের শেখান্তর ভূইয়া বাড়িতে সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।
তারেকের পরিবার অভিযোগ করে বলেন, ২৭ আগষ্ট একই গ্রামের ছেলে স্থানীয় প্রভাবশালী শেখান্তর ভূইয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৫) পরিকল্পিত ভাবে সকাল ৯ টার দিকে তারেককে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং মিথ্যে সুপারি চুরির অপবাদ দিয়ে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে, যাহার আঘাতে তারেকের মাথার কিছু অংশ ফুলে গেছে, ও শরীরের ভিবিন্ন স্থানে জখম হয়ে প্রচন্ড জ্বর উঠে ।
একপর্যায়ে তারেককে মারধর করা অবস্থায় ও চিৎকার শুনে তার মা তাজনেহার বেগম দৌড়ে এসে তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায়।
তারেকের মা তাজনেহার বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে ছুরি করে নাই, আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে, তিনি আরও বলেন তারেক ২৮ অক্টোবর শুক্রবার সকাল ৮ টার দিকে তার নিজের ঘরে বসে ছিল, এ অবস্থায় দেলোয়ার লোক মারফত খবর পাঠায় তার সুপারি পাড়ার জন্য কৌশলে ডেকে নিয়ে এবং তার সুপারি গাছ থেকে কেন সুপারি পাড়লো তার সাথে আর কে কে আছে এসব বলে মারতে থাকে ।
তারেকের বাবা অভিযোগ করে বলেন আমার ছেলের উপর দেলোয়ার নির্যাতন চালিয়েছে এর বিচারের দাবী যানাচ্ছি।
এব্যাপারে অভিযুক্ত দেলোয়ার জানান, তার ব্যপারে অভিযোগটি মিথ্যা। তিনি ঘটনার সাথে জড়িত না। এই ছাড়াও তিনি আরও বলেন তারেক আমাদের গাছ থেকে সুপারি চুরির বিষয়টি স্বীকার করায় আমি তাকে হাত দিয়ে একটি থাপ্পড় দিয়।
দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান বলেন বিষয়টি খুবই দুঃখজনক, এবং তিনি আরও বলেন আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রশাসনকে অবগত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হোক দিগন্তের আলোকে বলেন এই বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। এই ছাড়াও তিনি আরও বলেন আমি আমার পুলিশ সদস্যদের দিয়ে বিষয়টির খোজ খবর নিচ্ছি।