দিগন্তের আলো ডেস্ক ঃ
করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে লক্ষ্মীপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জিংক ট্যাবলেট, সিভিট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সোমবার (৬ জুলাই ) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে এসব সামগ্রী বিতরণ পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।
এ সময় প্রত্যেক পুলিশ সদস্যকে সিভিট ও জিংক ট্যাবলেট এবং একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রিয়াজুল কবির সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যা করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করবে। এছাড়া সকলকে সামাজিক দূরত্ব ও স্থাস্থ্যবিধি মেনে বজায় রেখে চলার পরামর্শ দেন পুলিশ সুপার।