লক্ষীপুর জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১শ ৩২ জন

লক্ষ্মীপুর

দিগন্তের আলো ডেস্ক
লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরো ৬ জন সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার রাতে ৬ এবং সকালে ১৬ মোট ২২জনের তথ্য প্রদান করে প্রতিষ্ঠানটি। এতে জেলায় মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ১শ’ ৩২জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন।

নতুন শনাক্ত হওয়া সদর উপজেলায় ১৪জন, কমলনগর উপজেলায় ২জন, রায়পুর উপজেলায় ১জন ও রামগঞ্জ উপজেলায় ৫জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় এনএসটিইউ তে ৬২জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ৫৬জনের। আর পজেটিভ আসে ৬জনের এবং এর আগের দিনের ৩৮জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে২২জনের। আর পজেটিভ আসে ১৬জনের। এ নিয়ে লক্ষ্মীপুরে সর্বমোট ১৩২জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ৪৯জন, রামগঞ্জে ২৭জন, রায়পুরে ৩৪জন, রামগতিতে ১২ জন ও কমলনগরে ১০জন রয়েছেন।
এছাড়া জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন। তাদের মধ্যে রামগঞ্জে ১৭জন, কমলনগরে ৬জন, রামগতি ৫জন এবং সদরে ১২জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *