লক্ষীপুর চন্দ্রগঞ্জ অস্ত্র ও গুলিসহ ডাকাত সরদার জামাই শাহজাহান গ্রেফতার

অপরাদ চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর

সাহাদাত হোসেন (দিপু) ঃ-

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থেকে ০১টি অস্ত্র (পাহপগান) ও ০১টি কার্তুজ সহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত সরদার শাহজাহান (জামাই শাহজাহান) কে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

মোঙ্গলবার ভোরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ কে ফজলুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ বেলায়েত হোসেন, এসআই গোলাম মোস্তফা, এসআই আব্দুর রাহিম, এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ডাকাত সরদার জামাই শাহজাহানকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। আসামী শাহজাহান কমলনগর থানার চর জাঙ্গালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানাধীন ১৪নং মান্দারী ইউনিয়নের দক্ষিন মান্দারী (চতালিয়া) সিরাজ খানের ব্রিজের উপর হইতে ০১টি দেশীয় তৈরি পাইপগান ও ০১টি পাইপগানের কার্তুজ সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হোক বলেন লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার, জনাব ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম(সেবা) মহোদয়ের নির্দেশে এবং বিভিন্ন দিক-নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনা করিয়া, শীর্ষ সন্ত্রাসী ডাকাত সরদার শাহজাহানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *