লক্ষীপুরে হঠাৎ তরুণদের মাথা ন্যাড়া করার হিড়িক

বি‌নোদন

দিগন্তের আলো ডেস্ক ঃ-

করোনাভাইরাসের কারণে পুরো লক্ষীপুর লকডাউন থাকায় ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানে লম্বা ছুটি ও সেলুন বন্ধ থাকার কারণে মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে, বিশেষ করে উঠতি বয়সী তরুণদের মধ্যে এ প্রবণতা বেশি লক্ষ করা গেছে। কেউ কেউ মাথা ন্যাড়া করে সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার কেউ সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে মাথা ন্যাড়া করছেন। হঠাৎ করে একই সাথে এত মানুষের মাথা ন্যাড়া করার বিষয়টি নিয়ে অনেকটা হাস্যরস সৃষ্টি হয়েছে।

লক্ষীপুরে অনেকেই ন্যাড়া মাথার ছবি পোস্ট করে বলেন, ন্যাড়া করলে কেমন দেখায় এইটা দেখার জন্যে ন্যাড়া করছিলাম আরকি।

কেউ আবার ফেসবুকে নিজের ন্যাড়া মাথার ছবি পোস্ট করে বলেন, আজ আমি ন্যাড়া গরিব। মাথা ন্যাড়া করে দলবেধে সেলফিও তুলেছেন অনেকে

সেলুন দোকানদার বিকাস দাস বলেন, ‘সরকারি নির্দেশে বাজারের সেলুন ঘরটি বন্ধ রাখা হয়েছে। অনেকেই বাড়ি গিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার জন্য কল করছেন। পরিচিত হলে তাদের বাড়িতে গিয়ে ন্যাড়া করে দিয়ে আসছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *