দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় হারুনুর রশিদ হারুন (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক মেহেদী হাসান তাজিন গুরুতর আহত হন।
শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাওয়ালীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন রামগঞ্জ পৌরসভার কলচমা লোকার সওদাগর বাড়ির মৃত হাবিব উল্যাহর ছেলে। আহত হাসান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ওহাব বেপারী বাড়ির মো. শাহজাহানের ছেলে। হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরে ঘাস কাটা নিয়ে ঝগড়ার জেরে নিহত ১
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৩ জেলে আটক
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হারুন রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন মারা যান। ঘটনার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা হারুন মৃত ও হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসনকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেয়।
নিহত হারুনের ভাতিজা মো. আলাদী জানান, প্রতিদিনের মতোই জেঠা (বড় চাচা) মসজিদে নামাজ পড়তে যান। মোটরসাইকেলটির অতিরিক্ত গতি ছিল। ওই গতি চালকের নিয়ন্ত্রণের বাইরে ছিল। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।