লক্ষীপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী আটক

অপরাদ

সাহাদাত হোসেন ( দিপু) ঃ-

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়ায় স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলার আসামি স্বামী মেহেদী হাসান পলাশকে (২৮) বুধবার দত্তপাড়া বাজার থেকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

পলাশ দত্তপাড়া ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আবির বাড়ির মোঃ মোস্তফা (খোকনের) ছেলে।

উল্লেখ্য ২৫ আগষ্ট মোঙ্গলবার যৌতুকের টাকার জন্য পলাশ তাঁর স্ত্রী নাসরিনকে (২১) বেধড়ক মারধর করে, তাৎক্ষণিক মুমূর্ষু অবস্থায় নাসরিনকে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায় পলাশ রিলেশন করে বিয়ে করে, বিয়ের পর থেকে পলাশ যৌতুকের জন্য প্রায় তাঁর স্ত্রীকে নির্যাতন করতো, পলাশ এলাকায় বিভিন্ন রকমের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। টাকার জন্য পলাশ প্রতিনিয়ত তার স্ত্রীকে মানষিক ও শারিরীক নির্যাতন করতো।

ভিকটিমের মামা বুধবার পলাশকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন আসামী পলাশকে গ্রেফতারের বিষয়টি নিশিচত করে দিগন্তের আলোকে বলেন, অপরাধ করে কেউ পার পাবে না তিনি আরও বলেন লক্ষীপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। স্যারের দিকনির্দেশনা মোতাবেক অপরাধী যে-ই হোক কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *