সাহাদাত হোসেন দিপু ঃ-
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের কাশীপুর এলাকায় শ্বশুরের বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট এলেই হত্যার কারণ জানা যাবে। শুক্রবার গভীররাতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি চাটখিল থানার সোমপাড়ার মন্ত্রীপাড়া গ্রামের আবু জাফরের ছেলে ও বশিকপুর ইউনিয়নের কাশীপুর গ্রামের আমীর হোসেনের জামাই রাকিব হোসেন (২২)।
স্থানীয়রা জানান, কাশীপুর গ্রামের আমির হোসেনের মেয়ে শিমু (১৮) সাথে প্রায় দেড় বছর আগে বিক্রি হয়েছে। বিগত কয়েকমাস তাঁরা কাশীপুর গ্রামের বুদ আজি বাড়িতে বাসা ভাড়া করে থাকতো। নিহত রাকিব পেশায় একজন ব্যাবসায়ী ছিলেন। বিয়ের পর থেকে তারা স্বামী -স্ত্রী মধ্যে সবসময় জগড়া লেগে থাকতো এর আগেও স্থানীয় ভাবে কয়েকবার শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়, তারপরে ও তাদের মধ্যে সবসময় বিবাদ লেগেই থাকত। শনিবার সকালে স্থানীয়রা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিতে দেখে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই হত্যার কারণ জানা যাবে।