লক্ষীপুরে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ঐতিহ্যেবাহি নবারুণ “যুব সংঘ”

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন দিপু ঃ

মানবতা হোক সকল মানুষের প্রকৃত ধর্ম এমন প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে

“নবারুণ যুব সংঘ” এর উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে (কোভিড-১৯)
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহার করোনা ভাইরাসের ভ্যাকসিন আগামী ১২ ও ১৫ মার্চ মান্দারী ইউনিয়ন পরিষদের করোনা টিকা কার্যক্রম পরিচালিত হবে ।

এই সময় করোনা টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্বক সহযোগিতা করেছেন লক্ষীপুর জেলার সুনামধন্য ঐতিহ্যেবাহি নবারুণ যুব সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এইসময় নবারুণ ক্লাবের সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে সময়মত ফ্রী রেজিষ্ট্রেশন করোনা, টিকা দেওয়ার উপকারিতা, ও করোনা টিকা দেওয়ার জন্য অনুরোধ করেন।

রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে তিন দিন মান্দারী ফাতেমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে সকাল ৯.০০ থেকে ১.০০ টা পর্যন্ত। নবারুণ যুব সংঘের উদ্যেগে (কোভিড-১৯) করোনা ভাইরাসের ভ্যাক্সিন ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম করা হয়। পরবর্তীতে ১৪ নং মান্দারী ইউনিয়ন পরিষদের সামনে ।

সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত। কার্যক্রম পরিচালনা করেন ক্লাবের সদস্যবৃন্দ। নবারুণ ক্লাবের সদস্যদের সম্মিলিত পচেষ্টাই তাদের ডাকে উদ্বোধ্য হয়ে ১২ তারিখে রেকর্ড সর্বচ্চ ২৫৭ জন মানুষ করোনা টিকা গ্রহন করেন। এর আগে মোঙ্গলবার সকাল ১০টায় করোনা টিকা কেম্পেন উদ্বোধন করেন মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম। এইসময় উপস্থিত ছিলেন স্বাস্থ ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাক্তার নিজাম উদ্দীন। ডাক্তার কামালুর রহিম সমর, ডাক্তার জাকিবের রহমান রাসেলসহ আরও অনন্য ব্যাক্তিবর্গ।

নবারুণ যুব সংঘ ক্লাবের সদস্যদের এমন ব্যতিক্রমী সফল আয়োজনকে সাধুবাদ জানিয়ে ১৪ নং মান্দারী ইউনিয়নবাসি বলেন সত্যিই আমাদের জন্য এটা অনেক বড় সুখবর।

নবারুণ ক্লাবের সভাপতি / সাধারণ সম্পাদক বলেন সকলের ভালোবাসা ও ক্লাবের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সকল ভালো কাজের মধ্যে দিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আমাদের সকলের প্রিয় ক্লাব নবারুণ যুব সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *