লক্ষীপুরে ফিল্মি স্টাইলে গেট ভেঙে , সাত লক্ষ টাকার স্বর্ণ, ও নগদ ২০ লাখ টাকা লুট।

অপরাদ রায়পুর

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর পাকা-বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ৮ ভরি স্বর্ণ ও নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া মুঠোফোনে শীর্ষ সংবাদকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লিখিত অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।

এর-আগে বুধবার দিবাগত রাতে কোন একসময় রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের নূর মিয়া কয়েল বাড়ীর ব্যবসায়ী মো. সেলিমের ১তলা পাকাবাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রায়পুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. সেলিম শীর্ষ সংবাদকে জানান, জমি বিক্রির সাড়ে ৯ লাখ। মেয়ের ৮ লাখ। বাড়ি ভাড়ার ২ লাখ টাকা ঘরে রেখেছি। কিছুদিনের মধ্যে আমি ও আমার স্ত্রী আমেনা বেগম হজ্জে যাওয়ার কথা রয়েছে। এজন্য টাকা গুলো ঘরে রাখা হয়। হঠাৎ শারিরিক অসুস্থতা দেখা দিলে গত ৬ নভেম্বর ঘরের কলাপসিবল গেটে তালা দিয়ে স্ত্রীসহ ডাক্তার দেখাতে ঢাকায় যায় । আমার সন্তানরা ঢাকার টঙ্গীতে ব্যবসা করেন। আমিও একসময় টঙ্গীতে ব্যবসা করছি। ডাক্তার দেখানো পরে সন্তানদের বাসায় বেড়ায়। এ সুযোগে কে বা কারা আমার বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ ও নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ওইদিন সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *